দেবিদ্বারে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছেন মিঠু
Published : Tuesday, 3 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো.শাহাদাৎ হোসেন মিঠুর উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তিনি এই সেবা চালু করেছেন বলেন জানা যায়। যাদের জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন তাদের নিকটে বিনামূল্যে এই অক্সিজেন পৌঁছে দেওয়া হবেএ এছাড়াও মিঠু করোনা রোগীদের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি দলও গঠন করেছেন। তাঁরা রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছানোর পাশাপাশি সেটি সেটও করা, তাঁদের খোঁজ খবর রাখা, বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং জরুরি ওষুধ পৌছে দিচ্ছে স্বেচ্ছাসেবী দল।
বিনামূল্যে অক্সিজেন সেবা পাওয়া কুরুইন গ্রামের আবুল কাশেমের স্বজনরা জানান, অক্সিজেনের অভাবে সোমবার সকালে অক্সিজেনের অভাবে জীবন সংকটাপন্ন হয়ে দাঁড়িয়েছিলো। খবর পেয়ে শাহাদাৎ হোসেন মিঠু ভাই আমাদের বাড়িতে একটি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন। আমরা কৃতজ্ঞ ভাইয়ের প্রতি।
শাহাদাৎ হোসেন মিঠু বলেন, মোহনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম চালু থাকবে। এসব তদারকি করার জন্য আলাদা লোক রয়েছে। হট লাইন নাম্বারে যে কেউ কল করলে স্বেচ্ছাসেবী দল অক্সিজেন পৌঁছে দিবে। তিনি আরও বলেন, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় মানুষের এ সংকটকালে পাশে দাঁড়িয়েছি।
সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মিঠুকে ধন্যবাদ দিয়ে বলেন, বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্যোক্তা শাহাদাৎ হোসেন মিঠু প্রধানমন্ত্রীর নির্দেশে ও সামাজিক দায়বদ্ধতা থেকে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছেন।