ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ফ্রি অক্সিজেন সেবা দিবে জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ
Published : Tuesday, 3 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা দেবে জাফরগঞ্জ ইউনিয়ন হ্যালো ছাত্রলীগ। রোববার দুপুরে জাফরগঞ্জ বাজারে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বলেন, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে এ ইউনিয়নে যত করোনা আক্রান্ত রোগী রয়েছে তাদের বাড়ি বাড়ি খাদ্য ও  বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেয়া হবে।  তিনি আরও বলেন,  সাম্প্রতিক সময়ে করোনা সংক্রামণের হার বেড়েছে। একজন মুমূর্ষ করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না। এ অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত বাসায় অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে হয়। এই কাজে  জাফরগঞ্জ ইউনিয়ন হ্যালো ছাত্রলীগ  এগিয়ে এসে তাদের মানবিকতার পরিচয় দিয়েছে। আমি তাদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে যেকোন সহযোগিতা করব। ইউপি যুবলীগের সভাপতি মো. অপু আহম্মেদ জানান, জাফরগঞ্জ ইউনিয়ন হ্যালো ছাত্রলীগের এ মহতি কাজে আমরা পাশে আছি।  ১২ টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে এ ইউনিয়নে যত আক্রান্ত রোগী রয়েছে তাদের কাছে  এ সেবা দ্রুত পৌছে  দেয়া হবে। এ কাজে আরও অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। এসময় উপস্থিত ছিলেন,ইউপি ছাত্রলীগের সভাপতি মো. গোলাম মোস্তফা, সহ সভাপতি  হিমেল, ইমরান, মনির, সাধারণ সম্পাদক মীর মাকসুদুর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ, আক্তার, শফিক, রাসেল, রিফাত এবং জাহিদ।