দেবিদ্বার পৌর শাখার ছাত্রলীগের কমিটি গঠন
Published : Tuesday, 3 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। সাব্বির আহমেদ পলাশকে সভাপতি এবং নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত শনিবার রাতে কুমিল্লার উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী বোরহান উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও মজবুত করার লক্ষ্যে দেবিদ্বার পৌর শাখার মেয়াদ উর্ত্তীণ কমিটিকে বিলুপ্ত করে আগামী এক বছরের জন্য নতুন কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। পৌর শাখার নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মো. সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শুভ, মীর নিশান এবং সাংগঠনিক সম্পাদক সাইমন সরকার, জামিউর রহমান।
কুমিল্লার উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ৯ এর চ ধারায় এ কমিটি ঘোষনা করা হয়। ঘোষিত নতুন কমিটির নেতৃবৃন্দ সবাই ছাত্রলীগের জন্য নিবেদীত প্রাণ। তাদের যোগ্যতা যাচাই-বাছাই করে নতুন কমিটিতে রাখা হয়েছে। আমি আশা করব, পৌর শাখায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম তাদের হাত ধরে এগিয়ে যাবে।