ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিনের মরদেহ দাফন সম্পন্ন
Published : Tuesday, 3 August, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার উপজেলার বারুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল  মতিন (৮২) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ জোহর জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের বারামবাড়ির মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের কফিনে সালাম প্রদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের পক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, দেবীদ্বার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সামাদ, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইকতার মিয়াসহ কুমিল্লা জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, প্রবীন ন্যাপ নেতা বীর গেরিলা মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া মাষ্টার, বাংলাদেরে কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, আ’লীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সাধারন সম্পাদক হাজী রোশন আলি মাষ্টার, দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, আ’লীগ কুমিল্লা উত্তর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির, আ’লীগ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম কামাল, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মতিন (৮২) বার্ধক্যজনিত কারণে গত রাত ১.৩০মি: ইন্তেকাল করেছেন।