ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতিবন্ধী শিশু ও গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ২ যুবক কারাগারে
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM, Update: 04.08.2021 12:55:01 AM
প্রতিবন্ধী শিশু ও গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ২ যুবক কারাগারেমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু (১১) ধর্ষণের ঘটনায় কিশোর চন্দ্র সরকারকে (২৮) গ্রেফতারপূর্বক মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অভিযুক্ত কিশোর চন্দ্র সরকার উপজেলার দারোরা ইউনিয়নের পদুয়া গ্রামের সুকেন চন্দ্র সরকারের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন।
অপরদিকে ঘরের জানালা ভেঙ্গে এক গৃহবধূ (২৪) ধর্ষণ চেষ্টার ঘটনায় হাবিবুর রহমানকে (২৬) গ্রেফতারপূর্বক মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ। অভিযুক্ত হাবিবুর রহমান উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের রহিমপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় ওই গৃহবধু গত সোমবার রাতে বাদী হয়ে মামলা করেছেন।
মামলার অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ওই শিশুটিকে টাকা ও চিপ্স কিনে দেওয়ার কথা বলে গত ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে পদুয়া গ্রামের সঞ্জু চন্দ্র সরকারের রান্না ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে কিশোর চন্দ্র সরকার। পরে ওই শিশুটি ঘটনাটি তার পরিবারকে জানালে তারা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের দ্বারস্থ হয়। গত সোমবার রাতে বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ ধর্ষক কিশোর চন্দ্র সরকারকে গ্রেফতার করে শিশুটিকেও থানায় নিয়ে আসে।
অপর ঘটনা : গত রোববার রাত আনুমানিক ২টার দিকে হাবিবুর রহমান তার সহযোগীদের সহায়তায় ঘরের জানালা ভেঙ্গে গৃহবধুর ঘরে ঢুকে। ঘুমন্ত গৃহবধূর শরীরের কাপড় কেটে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে হাবিবুর রহমান। তখন তার শোর-চিৎকারে পাশের ঘরে থাকা লোকজন এগিয়ে আসলে ওই গৃহবধূর মোবাইল নিয়ে সে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতে মামলা করলে ওইদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর চন্দ্র সরকার ও  গৃহবধুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করেছি। আদালতের বিজ্ঞ বিচারক দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।