Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM, Update: 04.08.2021 12:55:09 AM
বিশিষ্ট আলেমেদ্বীন, কুমিল্লা পৌরসভার সাবেক কর্মকর্তা ও মসজিদের পেশ ইমাম, প্রখ্যাত আলেম হযরত মাওলানা আব্দুল গফুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। গত ৩০ জুলাই শুক্রবার রাত দেড়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর।
তিনি দীর্ঘদিন বাদশা মিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আলেখার চর বিশ্বরোড জামে মসজিদের খতিব ও আমতলী মসজিদের খতিব ছিলেন।
৩০জুলাই শুক্রবার বাদজুমা তাঁর নিজ বাড়ি বরুড়া উপজেলার ভাউকশার ইউনিয়নের মুগগাঁও কোরবানিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজায় এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম ছেলে একবাড়িয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমীন ও পঞ্চম ছেলে ভাউকসার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও চিকিৎসক ডা. সাফায়েত উল্লাহ এবং অপর দুই ছেলে সৌদি প্রবাসী।
জানাজার নামাজে ইমামতি করেন তাঁর তৃতীয় পুত্র বিশিষ্ট আলেমে দ্বীন, মোফাস্সিরে কোরআন, কুমিল্লা আদর্শ সদর উত্তর থানা ওলামা পরিষদের সভাপতি ও উম্মুল ক্বরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুমিল্লা উম্মুল ক্বরা ইসলামিয়া স্কুল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা কামরুজ্জামান গাফফারী। মাওলানা আব্দুল গফুর সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল হাকিমের ঘনিষ্ঠ সহচর ছিলেন।