সরকার কঠোর লকডাউনের সময় সীমা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে। তবে ১১ আগস্টের পর থেকে ভ্যাকসিন ছাড়া কেউ রাস্তায় বের হতে পারবে না বলে বের হলে শাস্তির আওয়তায় আনা হবে।এমন সংবাদ প্রকাশ হওয়ায় চাঁদপুর শহরে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের জন্য টিকাদান কেন্দ্রে নারী- পুরুষের ভীড় বেড়েছে। ৩ আগস্ট ভাচ্যুয়ালি আন্তঃমন্ত্রনালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সংবাদ মাধ্যমে তা প্রকাশ হলে গতকাল বুধবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পুরুষ টিকা কেন্দ্র ও লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় নারী টিকে কেন্দ্রে ৩০ বছর বয়সী সকল নারী পুরুষ করোনা ভ্যাকসিন টিকা গ্রহনের জন্য সকাল ৮ টা থেকে দীর্ঘ লাইনে দাড়াতে হয়েছে। পুরুষের লাইন ছিল পাল বাজার মোড় পর্যন্ত আর নারীদের লাইন স্কুল মাঠের মধ্যে গাদাগাদি করে। ভ্যাকসিন নিতে আসা কয়েক জন জানান, তারা সকাল ৮ টায় এসে লাইনে দাঁড়িয়ে বেলা ১২ টায় টিকা নিতে পারছেন না। তার কারণ মানুষের ভীড়ের কারণে। তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, সরকার থোষণা করেছে ১১ আগস্টের পর টিকা ছাড়া রাস্তায় বের হলে কঠিন শাস্তি পেতে হবে তাই তারা টিকা নিতে এসেছে। গতকাল বুধবার দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত এ ২টি টিকাদান কেন্দ্রে জনসাধারণকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেছে ৭ হাজার ৬৬ জন। পুরুষ ৩ হাজার ৮শ ৫৮ জন ও মহিলা ৩ হাজার ২শ ৮জন।