ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে ইনভেঞ্জিবল স্মাইলদর উদ্যেগে ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার বিতরণ
মানিক দাস
Published : Wednesday, 4 August, 2021 at 8:51 PM
চাঁদপুরে ইনভেঞ্জিবল স্মাইলদর উদ্যেগে ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার বিতরণসমাজসেবী সংগঠন ইনভেঞ্জিবল স্মাইলদর উদ্দ্যোগে চাঁদপুর শহরে দেড় শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা রাতের খাবার, মাক্স ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হৃদয় হোসেন, সহ প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল পরানের সার্বিক সহযোগিতায় ৩ আগষ্ট মঙ্গলবার রাতে শহরের কালী রেল স্টেশন ও বড় স্টেশনের প্লাট ফরমে থাকা অসহায় শিশু, নারী পুরুষদের মাঝে মাক্স, পুয়েজ পানি ও খাবার বিতরণ করে। খাবার বিতরণকারল চাঁদপুরের ইউনুছ মিয়াজী, কামাল হোসেন বেপারী, মোস্তফা মিয়াজি, মাসুদুর রহমান পরান, সুমন, ইফতেখার হারুন, বাবু, জহির, রাসেল, সজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।