ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৪০০ মিটার হার্ডলসে ফের ম্যাকলাফলিনের বিশ্ব রেকর্ড
Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM
টোকিও অলিম্পিক গেমসে ৪০০ মিটার হার্ডলসে ছেলেদের পর মেয়েদের ইভেন্টেও ভাঙল বিশ্ব রেকর্ড। মঙ্গলবার (৩ আগস্ট) নরওয়ের কারস্টেন ওয়ারহোম নিজেই নিজের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়ে স্বর্ণ জেতেন। পরের দিন বুধবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিনও ভাঙলেন গত ২৭ জুন অলিম্পিক ট্রায়ালসে গড়া নিজের বিশ্ব রেকর্ড।
২১ বছর বয়সী ম্যাকলাফলিন ৫১.৪৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। ৪০০ মিটার হার্ডলসে প্রথম নারী হিসেবে ৫২ সেকেন্ডের বাধা টপকান যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে, ৫১.৯০ সেকেন্ড টাইমিংয়ে। এবার তার চেয়েও কম সময় নিয়ে পেছনে ফেললেন রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন ও স্বদেশী ডালিলাহ মুহাম্মদকে।
৩১ বছর বয়সী ডালিলাহ ৫১.৫৮ সেকেন্ড টাইমিংয়ে রৌপ্য জিতেছেন, মানে তিনিও ভেঙেছেন বিশ্ব রেকর্ড। নেদারল্যান্ডসের ফিমকে বোল ৫২.০৩ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ পদক।
রিও অলিম্পিকে ১৬তম হওয়া ম্যাকলাফলিন বলেন, ‘আমি এখনো এটা (বিশ্ব রেকর্ড) মাথায় নিতে পারিনি। আমি নিশ্চিত শেষ পর্যন্ত পারব এবং পরে উদযাপন করব। আমি সত্যিই আনন্দিত। কী দারুণ দৌড়।’