ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাজিলিয়ান-চিলিয়ানে কিংসের জয়
Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM
চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে বিরতিতে যাওয়া বসুন্ধরা কিংস ঘুরে দাঁড়াল লিগের নতুন শুরুতে। দুই ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনিয়ো ও জোনাথন ফের্নান্দেস এবং আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা আলো ছড়ালেন। সহজ জয় পেল বসুন্ধরা কিংস।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার মুক্তিযোদ্ধা সংসদকে ৩-০ গোলে হারায় কিংস। প্রথম লেগেও মুক্তিযোদ্ধাকে একই ব্যবধানে হারিয়েছিল অস্কার ব্রুসনের দল।
প্রথমার্ধে রবিনিয়োর গোলে এগিয়ে গিয়েছিল তারা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেসেরার গোলে ব্যবধান হয় দ্বিগুণ। ৭৮তম মিনিটে ফের্নান্দেস ব্যবধান আরও বাড়ান।
লিগের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে ১৮ গোল নিয়ে সবার চেয়ে এগিয়ে কিংসের ফরোয়ার্ড রবিনিয়ো। ১৬ গোল নিয়ে তার পেছনে কাব সতীর্থ বেসেরা। তৃতীয় স্থানে থাকা শেখ জামাল ধানম-ি কাবের ওমর জোবের গোল ১৫টি।
দিনের অন্য ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৩-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথম লেগের দেখায় আরামবাগের বিপে ৪-০ গোলে জিতেছিল সাইফুল বারী টিটুর দল।
৩৪তম মিনিটে ওবি মোনেকে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে সিওভুস আসরোরভ ও বখতিয়ার দুইশবেকভের গোলে অনায়স জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধা সংসদ ১৪ পয়েন্ট নিয়ে ঘুরপাক খাচ্ছে অবনমন অঞ্চলের আশপাশে।
১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান আছে শেখ রাসেল। ১৮ ম্যাচে ১৫তম হারের তেতো স্বাদ পাওয়া আরামবাগ ৫ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।