ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাজিলের সাঁতারু কুইয়ার প্রথম
Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ম্যারাথন সাঁতারের বিভিন্ন ইভেন্টে সেরার আসনে বসলেও অলিম্পিকে পদকের দেখা পাচ্ছিলেন না আনা মার্সেলা কুইয়া। টোকিও অলিম্পিকসে মেয়েদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে একবারে সোনা জিতেই সেই শূন্যতা দূর করলেন এই ব্রাজিলিয়ান।
ওদাইবা মেরিন পার্কে বুধবার এক ঘণ্টা ৫৯ মিনিট ৩০ দশমিক ০৮ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন কুইয়া। ২০১৬ রিও অলিম্পিকসের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের শারন ফন রুভেনডাল এক সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে পিছিয়ে রুপা জেতেন।
ব্রোঞ্জ পদক পেয়েছেন অস্ট্রেলিয়ার কারিনা লি।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ম্যারাথন সাতারের বিভিন্ন ইভেন্টে পাঁচবার ব্যক্তিগত সেরার মুকুট পরেছেন ২৯ বছর বয়সী কুইয়া। কিন্তু মিলছিল না অলিম্পিক পদক। ১০ কিলোমিটার ইভেন্টেই গত আসরে হয়েছিলেন দশম, ২০০৮ বেইজিং অলিম্পিকে পঞ্চম।
বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে সেরার মুকুট পরতে পেরে উচ্ছ্বসিত কুইয়া।
“এভাবে ঘটবে এমন পরিকল্পনা আমি করিনি, তবে আমি ভীষণ খুশি।”