লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার অভিযোগ এনে দেশটিতে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননে হামলা চালিয়েছে। এ ঘটনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী গতকাল বুধবার জানায়, লেবানন থেকে তাদের দেশে তিনটি রকেট ছোঁড়া হয়েছে। এর মধ্যে একটি ইসরায়েলের সীমান্তে কাছাকাছি আঘাত করে। অন্য একটি রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করা হয়।
লেবাননের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখান থেকে বেশ কয়েকটি রকেট ইসরায়েলে ছোঁড়া হয়েছে। ওই ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘স্ট্রেস স্পিটমের’ কারণে চারজনকে চিকিৎসা দিতে হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননের কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়টি জানা যায়নি। রকেট হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, পুরো পরিস্থিতি তাকে অবহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। সূত্র: ফ্রান্স টুয়োন্টি ডট কম