বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ লাখ ৮০ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ১০ হাজার ৩০ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫৬ জন ব্যক্তি। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন ৬৫৬ জন। করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুতে প্রথমেই আছে ইন্দোনেশিয়া। দেশটিতে বুধবার করোনায় মারা গেছেন ১ হাজার ৭৪৭ জন, নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৮৬৭ জন।
ব্রাজিলে নতুন আক্রান্ত ৪০ হাজার ৪৬০, মৃত্যু ১ হাজার ১১৮, ভারত নতুন আক্রান্ত ৪২ হাজার ৮১৭, মৃত্যু ৫৩২, ইরানে নতুন আক্রান্ত ৩৯ হাজার ৩৫৭, মৃত্যু ৪০৯, যুক্তরাজ্যে নতুন আক্রান্ত ২৯ হাজার ৩১২, মৃত্যু ১১৯, ফ্রান্স নতুন আক্রান্ত ২৮ হাজার ৩৮৪, মৃত্যু ৫৩, তুরস্ক নতুন আক্রান্ত ২৬ হাজার ৮২২, মৃত্যু ১২২ এবং রাশিয়া নতুন আক্রান্ত ২২ হাজার ৫৫৯, মৃত্যু ৭৯০।
বর্তমানে বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৫৭ লাখ ২০ হাজার ২৯৫ জন। তাদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৬৭৪ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৯৩ হাজার হাজার ৪২১ জন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২০ কোটি ৯ লাখ ৫৬ হাজার ৯৫২ জন এবং মারা গেছেন মোট ৪২ লাখ ৬৯ হাজার ৬০২ জন এবং এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ১৮ কোটি ৯ লাখ ৬৭ হাজার ৫৫ জন। বিশ্বজুড়ে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৫৭ লাখ ২০ হাজার ২৯৫ জন।