ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একদিনে আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
Published : Thursday, 5 August, 2021 at 6:59 PM
একদিনে আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ২১৮ জন রোগী ভর্তি হয়েছেন। 

আজ বিকালে দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত মোট রোগীর সংখ্যা তিন হাজার ৬৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৬১৭ জন।