জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেবীদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিব হাসান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আলী জিন্নাহ উপস্থাপনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী আনোয়ার হোসেন, উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এ টিএম মেদেহী হাসান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া, সদস্য লুৎফর রহমান বাবুল, রসুলপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান প্রমূখ।
উক্ত সভায় আলোচকগন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। একজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতি ছাড়াও তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবেও বেশ খ্যাতি অর্জন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিলো, তখন শেখ কামাল মুক্তিযুদ্ধে অসামান্য প্রতিভা প্রদর্শন করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি ঘাতকের কাছে স্বপরিবারে নিহত হন।