ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোহামেডানের পয়েন্ট কেড়ে নিল পুলিশ
Published : Thursday, 5 August, 2021 at 8:23 PM
মোহামেডানের পয়েন্ট কেড়ে নিল পুলিশচট্টগ্রাম আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের চারে ওঠার জন্য জয়টা প্রয়োজন ছিল মোহামেডানের। বাংলাদেশ পুলিশের বিপক্ষে কাছাকাছিও গিয়েছিল সাদাকালোরা; কিন্তু শেষ দিকে তাদের জয়বঞ্চিত করে পয়েন্ট কেড়ে নিয়েছে পুলিশ এফসি।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে জাফর ইকবালের গোলে ১৭ মিনিটে লিড নিয়েছিল মোহামেডান। প্রায় ৭০ মিনিট লিডটা ধরে রেখে শেষ পর্যন্ত আর পারেনি সাদাকালোরা। ৮৬ মিনিটে আইভরি কোস্টের ক্রিশ্চিয়ান কোকউ গোল করে পুলিশকে এনে দেন এক পয়েন্ট।

এই ড্রয়ে ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই থাকলো মোহামেডান। টানা তিন ড্রয়ে ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের আটে পুলিশ এফসি।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিগম্যাচে মুখোমুখি হবে আবাহনী-শেখ জামাল। পয়েন্ট টেবিলের দুইয়ে উঠতে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ।