ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ কামালের জন্মদিনে কুমিল্লায় বৃক্ষরোপণ
Published : Thursday, 5 August, 2021 at 8:00 PM
শেখ কামালের জন্মদিনে কুমিল্লায় বৃক্ষরোপণজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ গোমতী নদীর পাড়ে কুমিল্লা সদর উপজেলার শুভপুর এলাকায় শেখ কামাল ক্রীড়া পল্লী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। উপস্থিত ছিলেন কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুলসহ আরও অনেকে।