কুমিল্লার বরুড়া উপজেলা ৫ আগষ্ট ২১ ইং করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। একই দিনে বরুড়া উপজেলা ৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। বরুড়া চৌওরী গ্রামের এক মহিলা করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। কাছিয়াপুকুরিয়া গ্রামের মৃত সুরত আলীর স্ত্রী করোনা উপসর্গ নিয়ে মারা যায়। দুই দিন আগে সুরত আলী করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। রাড়ি গ্রামের একজন ও আহসান উল্লাহ নামে আরেকজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। আহসান নামে একজন করোনা উপসর্গ নিয়ে মারা যায়। গতকাল ৫ আগষ্ট যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের গ্রামের নাম উল্লেখ করছি, বরুড়া বাজার ও গ্রামে ১৩ জন, আড্ডা ৬ জন, শাকপুর ৫ জন, শিলমুড়ি ৪ জন, ২ জন করে আক্রান্ত দেওড়া, ঝলম, পয়ালগাছা, ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছে, কসামী,ঢেউয়াতলী, রাজাপুর, লগ্নসার,চৌওরী,মনোহরপুর, ছিকোটিপাড়া,পদুয়ারপার,বড় হরিপুর, বোয়ালিয়া, আরুই,পেড্ডা, বেলভুজ, শুশুন্ডা, কাসেড্ডা, গোপালনগর, আদ্রা, শরাফতি।