ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
মো. হাবিবুর রহমান
Published : Thursday, 5 August, 2021 at 8:10 PM
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডকুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। দাউ দাউ করে জ¦লা আগুন ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের ধারণা, অগ্নিকাণ্ডে তাদের এক থেকে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। 
ব্যবসায়ী জাহাঙ্গীর সরকার বলেন, আমি ঘুম থেকে উঠে শুনি আমার দোকানে আগুন লেগেছে, কিভাবে আগুন লাগলো, তা বলতে পারিনা। আমার দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অপর ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ বলেন, আমার গুডাউন ভর্তি মালামাল ছিলো। সব শেষ! আমার এখন পথে বসার উপক্রম।  
বাঙ্গরা বাজার কমিটির সেক্রেটারি শেখ মনির হোসেন মেম্বার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, দাউ দাউ আগুনের লেলিহান শিখা দেখে আমরা আতকে ওঠি। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ভয়াবহ এ অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় এক থেকে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপন লিডার এস.এম. শামিম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা।