জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার ৫ আগস্ট কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে তাঁর স্মরণে তাঁর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন, সহকারি কমিশনার (ভূমি) শারমিন আরা, উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বড়ুয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকসানা খানম মুন্নী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আযম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তফা কামাল। পরে অতিথিবৃন্দ স্বাস্থ্য বিধি মেনে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পাশে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এক বিবৃতিতে উপজেলা চেয়ারম্যান বলেন- শহীদ শেখ কামাল ছিল খেলাধুলা প্রিয় একজন ব্যক্তিত্ব । সে খেলাধুলাকে অত্যন্ত ভালোবাসতো। সে আজ বেঁচে থাকলে দেশ ও ক্রীড়াঅঙ্গনের ব্যাপক উন্নতি হতো।