ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে শেখ কামালের জন্মদিন পালিত
মো. হাবিবুর রহমান
Published : Thursday, 5 August, 2021 at 8:17 PM
মুরাদনগরে শেখ কামালের জন্মদিন পালিতকুমিল্লার মুরাদনগরেও বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সারা দেশের মতো স্বাস্থ্য বিধি মেনে এ উপলক্ষে উপজেলা পরিষদে স্থাপিত কেন্দ্রিয় শহীদ মিনারে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য পুস্পমাল্য অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা মমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. কামরুল আহমেদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজালের রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রব, উপজেলা ফ্যাসিলেটর সোহেল রানা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, জয়নাল আবেদীন ও সেলিমঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে বিষদ আলোচনায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ছিলেন একজন আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতি ছাড়াও তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবেও বেশ খ্যাতি অর্জণ করেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল, তখন শেখ কামাল মুক্তিযুদ্ধে অসামান্য প্রতিভা প্রদর্শণ করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তিনি ঘাতকদের হাতে স্বপরিবারে নিহত হন।  
বাদ জোহর শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা পরিষদ মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।