ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ময়লা ফেলা নিয়ে প্রতিবেশীকে ছুরিকাঘাত
Published : Thursday, 5 August, 2021 at 8:36 PM
ময়লা ফেলা নিয়ে প্রতিবেশীকে ছুরিকাঘাতচট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় ‘ময়লা ফেলা’কে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশীর ছুরিকাঘাতে মোহাম্মদ খোকন (৪৩) নামের এক কাঠমিস্ত্রি গুরুত্বর আহত হয়েছেন। আহত খোকনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।

বৃহস্পতিবার নগরীর খুলশী থানার টাইগারপাস পেট্রল পাম্পের পেছনের কলোনিতে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশবক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

তিনি বলেন, ময়লা ফেলা নিয়ে উভয়পক্ষের বাগবিতণ্ডার একপর্যায়ে খোকনকে ছুরিকাঘাত করেন মো. হারুন। পর দুপুর ১ টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার বুকে ও পায়ে জখম রয়েছে। তবে বর্তমানে আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
খোকনের ভাগ্নে মো. রাসেল বলেন, খোকন মামা ও হারুন নামে এক ব্যক্তি পাশাপাশি বাসায় বসবাস করেন। কথা কাটাকাটির জেরে মামার ওপর চড়াও হন হারুন। মামাকে ছুরিকাঘাত করেন তিনি।