সদ্য প্রয়াত কুমিল্লা-৭ আসনের সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখা।বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে চান্দিনার গল্লাই গ্রামে মরহুম আলী আশরাফ এমপি’র কবরস্থান জিয়ারত করে পুস্পস্তবক অর্পণ শেষে মিলাদ ও দোয়া মোনাজাত করেন শিক্ষক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন এমপি তনয় এফবিসিসিআই পরিচালক ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার নূর নবী, আব্দুল ওয়াহাব, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল বকসী, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মুন্সী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম তুহিন, মাদ্রাসা সুপার মাও. আব্দুল বাতেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন অভি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সহ-সভাপতি কামরুল আহসান নকিব, আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেড.এ আক্তারুজ্জামান, নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একেএম নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জেসমিন আক্তার, শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।