ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিতাসে ভার্চুয়াল আলোচনা সভা
Published : Friday, 6 August, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
গতকাল ৫ আগস্ট বাংলাদেশের আধুনিক ক্রীড়ার প্রবর্তক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তিতাস উপজেলা প্রশাসন কর্তৃক এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ পারভেজ হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ। অনুষ্ঠিত আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ-সম্পাদক মহসীন ভূঁইয়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।