ব্রাহ্মণপাড়ায় প্রবীণ শিক্ষক মিজানুর রহমান সরকারের দাফন সম্পন্ন
Published : Friday, 6 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
স্বাধীনতার আগ থেকেই তিনি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পরবর্তীতে ১৯৭৯ সালে নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। দীর্ঘ প্রায় ৩৮ বছর নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৎ, আদর্শ ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের শিক্ষা দিয়েছেন আলহাজ্ব মিজানুর রহমান সরকার। বুধবার সন্ধ্যা সারে ৫ টায় কুমিল্লা সদর হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি.......রাজিউন)। পরের দিন বৃহস্পতিবার সকালে উনার নিজ এলাকা বড়ধুশিয়া উত্তরপাড়া খান সুপার মার্কেট মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমের বিভিন্ন আত্মীয়স্বজন, ছাত্র ও এলাকাবাসী শরিক হন। পারিবারিক সূত্রে জানা গেছে, আলহাজ্ব মিজানুর রহমান সরকার মাষ্টার দীর্ঘ দিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়ে, ৫ ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, এলাকাবাসী এবং স্কুলের-বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার মুসল্লীবৃন্দ।