শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে লালমাইতে বৃক্ষরোপণ
Published : Friday, 6 August, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় বৃক্ষরোপণ করা হয়। তার আগে উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব এর সভাপতিত্বে ভ্যার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক, সহকারী কমিশনার( ভূমি) তাজমিন আলম তুলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।
১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন শেখ কামাল।