স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে পটুয়াখালীর কনকদিয়া ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (০৯ আগস্ট) কনকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী আল আমিন সিকদার বাদী হয়ে বাউফল থানায় মামলাটি করেন।
মামলায় শাহীন হাওলাদারের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, মারধর ও হুমকির অভিযোগ আনা হয়েছে। গত শনিবার সকালে কনকদিয়া ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরুর পর শাহীন হাওলাদার কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের গালাগালি করেন। এক পর্যায়ে স্বাস্থ্যকর্মী আল আমিন সিকদারকে মারধর করেন তিনি।
এদিকে মামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী আল-আমিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমাকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মামলা হয়েছে। এখন তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বাউফল উপজেলার সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনসার উদ্দিনকেও প্রকাশ্যে মারধর করেন চেয়ারম্যান শাহিন। ওই ঘটনায় মামলা হওয়ার পর তিনি গ্রেফতারও হয়েছিলেন। সম্প্রতি এক সালিশে বিচারপ্রার্থী কিশোরীকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে।