পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা দেওয়ার ঘটনায় ফেরির মাস্টার ও সুকানিকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি)। আজ মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
বরখাস্ত হওয়ারা হলেন, মাস্টার অফিসার মো. দেলোয়ার ইসলাম ও হুইল সুকানি মো. আবুল কালাম আজাদ।
আর তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিআইডব্লিউটিসি’র পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন, বিআইডাব্লিউটিসি মহাব্যবস্থাপক হাসিমুর রহমান, পরিচালক শাহজাহান, এজিএম (মাওয়া ঘাট) রুবেলউজ্জামান এবং আহমদ আলী।
আদেশে কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে তদন্ত প্রতিবেদন চেয়ারম্যান বরাবর জমা দিতে বলা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।