ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪২৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৬৭ জনের করেনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করোনা আক্রান্তের মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ৭৭ জন, সালথায় ২ জন, আলফাডাঙ্গায় ৯ জন, ভাঙ্গায় ১৭ জন, বোয়ালমারীতে ৫ জন, নগরকান্দায় ৬ জন, মধুখালীতে ১৯ জন, সদরপুরে ২২ জন এবং চরভদ্রাসনে ১০ জন রয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়।