ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বড় দল হয়ে উঠছে বাংলাদেশ
Published : Tuesday, 10 August, 2021 at 3:35 PM
বড় দল হয়ে উঠছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে বাংলাদেশের মূল একাদশের তিন ক্রিকেটার খেলার সুযোগ পায়নি। স্বাভাবিকভাবেই তামিম, মুশফিক ও লিটনকে হারিয়ে কিছুটা হলেও বাংলাদেশ খর্বশক্তির দলে পরিণত হয়েছিল। এর পরও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি। এভাবে আধিপত্য বিস্তার করে ম্যাচ জেতাকে ভিন্নভাবেই দেখছেন সাকিব। তার মতে, এতে বড় দল হয়ে ওঠার বার্তা রয়েছে বাংলাদেশের!

বাবা-মায়ের অসুস্থতার কারণে টেস্ট সিরিজ খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। পরবর্তীতে এই উইকেটকিপার ব্যাটসম্যান অস্ট্রেলিয়া সিরিজে খেলতে চেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার শর্ত ছিল, ক্রিকেটারদের ১৯ জুলাই রাত থেকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ততদিনে মুশফিকের সেই সুযোগ শেষ হয়ে গিয়েছিল। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুশফিককে ছাড়াই মাঠে নামতে হয়েছে। এছাড়া ইনজুরির কারণে তামিম ইকবালও ছিলেন না। আর লিটন ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছিলেন। সব মিলে মূল একাদশের বাইরে গিয়ে অনেকটা অনভিজ্ঞ দল নিয়েই সিরিজ জিতেছে স্বাগতিকরা।

এভাবে সিরিজ জয়ের পর সাকিব মনে করছেন, ‘এটা আমাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট যে বেশ কজন নিয়মিত ক্রিকেটার (তামিম, মুশফিক ও লিটন) ছাড়াও সিরিজটি জিততে পেরেছি। এটা আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে। তারা যখন ফিরে আসবে, তখন এই দলের শক্তি আরও অনেক বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই এটা আমাদের দলের আন্তঃদলীয় প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দেবে। যা আসলে বড় দল হয়ে উঠার শুরু।’