ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওয়েড বলছেন, এমন হার অস্ট্রেলিয়ার সঙ্গে যায় না
Published : Tuesday, 10 August, 2021 at 4:23 PM
ওয়েড বলছেন, এমন হার অস্ট্রেলিয়ার সঙ্গে যায় নাএমন বিধ্বস্ত, বিমর্ষ অস্ট্রেলিয়াকে কবে দেখা গেছে? নিকট অতীতে অজিদের এমন বাজে অবস্থার সম্মুখীন হতে হয়নি। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়ানরা। এর পরেও চতুর্থ ম্যাচটি কোন রকমে জিতে সান্ত্বনা পুরস্কার  আদায় করে নিয়েছে। সবমিলিয়ে ৫ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। বাংলাদেশের কাছে এমন হার মেনে নিতে পারছে না সফরকারীরা। পুরস্কার বিতরণী মঞ্চে হতাশ কণ্ঠে ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড জানালেন, এই হার অস্ট্রেলিয়ার সঙ্গে যায় না!

এক প্রশ্নের জবাবে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাথু ওয়েড বলেছেন, ‘এই সিরিজ থেকে ইতিবাচক কিছু নেওয়ার নেই। যেভাবে আমরা হেরেছি, বিশেষ করে আজ (সোমবার) রাতে। তা কোনওভাবেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে মানানসই নয়।’

প্রতিটি ম্যাচেই বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে লড়াই করেছে সফরকারীরা। তাই ভবিষ্যতে স্পিনের বিপক্ষে আরও ভালো প্রস্তুতি নিয়ে আসার তাগিদ অনুভব করছেন অজি এই ব্যাটসম্যান, ‘বাস্তবতা হলো আমাদেরকে স্পিনের বিপক্ষে আরও ভালো হতে হবে। আমিসহ সবাইকে। এই দলে অনেক খেলোয়াড় আছে যাদের এমন কন্ডিশনে রান করার উপায় বের করতে হবে।’

পাশাপাশি বাংলাদেশের প্রশংসা করতেও ভুললেন না ওয়েড, ‘নিজেদের কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত একটি দল। স্পিনাররা অসাধারণ বোলিং করেছে। ব্যাটিংয়ে ব্যাটসম্যানরা বাড়তি রানের পথও খুঁজে নিয়েছে। এ জায়গাটায় আমাদের আরও ভালো করতে হবে। তারা হয়তো শুরুতেই কিছু রান করে এগিয়ে গেছে। যা আমাদের আগে করা উচিত ছিল।’