ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ ১৫ আগস্ট পর্যন্ত
Published : Tuesday, 10 August, 2021 at 4:48 PM
ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ ১৫ আগস্ট পর্যন্তকরোনা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও বাড়িয়ে আগামী ১৫ আগস্ট পর্যন্ত করেছে সরকার।এই মেয়াদের পর সীমান্ত খুলে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

সূত্র জানায়, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আজ (মঙ্গলবার) শেষ।এখন মেয়াদ আরও বাড়ানো হয়েছে।তবে বিধিনিষেধ শিথিল হলেও এতদিন
স্থল সীমান্ত যে নিয়মে চলছিল, সেই নিয়মেই চলবে ১৫ আগস্ট পর্যন্ত।

এদিকে ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে। ভিসা সেন্টারগুলো ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে প্রথমে ১৪ দি‌নের জন্য সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। পরে সেই মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণায় ১০ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।