কঠোর লকডাউনের ১৯দিন চান্দিনায় ৩০৩ মামলা; ৬৫ হাজার টাকা জরিমানা
Published : Wednesday, 11 August, 2021 at 12:00 AM
রণবীর
ঘোষ কিংকর: করোনার ভাইরাসের সংক্রামণ রোধে সরকার ঘোষিত গত ২৩ জুলাই থেকে
দুই দফায় টানা ১৯ দিনের ‘কঠোর লকডাউন’ অতিবাহিত করে গোটা দেশ। লকডাউন
বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত, জেলা ও হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করতে
দেখা গেছে।
কোথাও মাইকিং, কোথাও মামলা-জরিমানা, আবার কোথাও সচেতনতা
মূলক প্রচারণা। এভাবে কেটে গেলে দুই দফার ‘কঠোর লকডাউন’। প্রথমদিকে ‘কঠোর
লকডাউন’ এর কঠোরতা বেশি থাকলেও শেষ পর্যায়ে শিথিল হয়ে পড়ে। লকডাউনের প্রথম
এক সপ্তাহে প্রশাসনের যে পরিমাণ নজরদারী ছিল তা ক্রমশই কমতে থাকে। তারপরও
প্রতিদিন কম-বেশি জরিমানা বা মামলা দায়ের করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা
যায়- গত ২৩ জুলাই থেকে ১০ আগস্ট সন্ধ্যা পর্যন্ত ১০৩টি মামলা করে চান্দিনা
উপজেলা প্রশাসন। এছাড়া মহাসড়ক নিয়ন্ত্রণে মহাসড়কে বিভিন্ন যানবাহনের উপর ২শ
মামলা করে হাইওয়ে পুলিশ।
চান্দিনা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়-
চান্দিনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও উপজেলা সহকারি
কমিশনার (ভূমি) মো. রাকিবুল ইসলাম এর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের পৃথক
২টি টিম চান্দিনা উপজেলার বিভিন্ন হাট-বাজার, দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান
ও ব্যক্তিদের বিরুদ্ধে ১০৩টি মামলায় ৬৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করে।
হাইওয়ে
পুলিশ সূত্রে জানা যায়- মহাসড়কের নিষেধাজ্ঞা অমান্য করে যানবাহন চলাচলের
দায়ে ২শ টি মামলা দায়ের করে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি। সেসব মামলায় জরিমানা
দিয়ে ছাড় পেতে হবে বলে জানান হাইওয়ে পুলিশ। এছাড়াও অনেক যানবাহন আটক করে
ডাম্পিংয়ে দেওয়া হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ
(ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী জানান- সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমরা
সর্বদাই মাঠে আছি। নিরাপদ মহাসড়ক বাস্তবায়ন এবং ‘লকডাউনে’ অনুমতিহীন
যানবাহন চলাচল রোধে চেক পোস্ট স্থাপন, মহাসড়ক টহল জোরদার করে ২শ মামলা
দায়ের করেছি। এছাড়াও অনেক অবৈধ যানবাহন আটক করে ডাম্পিং গ্রাউন্ডে
পাঠিয়েছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর ব্যবহৃত ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।