ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাশিনগরে দুঃস্থ-অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
Published : Wednesday, 11 August, 2021 at 12:00 AM, Update: 11.08.2021 2:18:11 AM
কাশিনগরে দুঃস্থ-অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণচৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
স্বাস্থ্য বিধি মেনে মঙ্গলবার সকালে কাশিনগর ইউনিয়ন পরিষদের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন।
সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্যানেল চেয়ারম্যান ফাতেমা আক্তার মুন্নীর সভাপতিত্বে (২০২০-২১ অর্থ বছরের (বাস্তবায়ন ২০২১-২০২২)এলজিএসপি-৩( বিবিজি ২য় কিস্তি) প্রকল্পের আওতায় চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে ১২ টি সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের মেম্বার আলী আশ্বাব,  সচিব সফিকুল ইসলাম প্রমুখ।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতা মুজিবুল হক এমপির নির্দেশনায় ও এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় কাশিনগর ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে কর্মস্থান সৃষ্টির লক্ষে ১০ টি ও আমার নিজস্ব অর্থায়নে আরো ২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।