ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় শোক দিবস উপলক্ষে চান্দিনায় ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
Published : Wednesday, 18 August, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায়  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) বিকালে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে ওই সভা হয়। এসময় ১৯৭৫ সালের ভয়াল ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- সদ্য প্রয়াত সাংসদ অধ্যাপক মো. আলী আশরাফ তনয় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউসার অনিক।
সভায় চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কাউছার আলম আপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মাস্টার, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূইয়া, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক মো. নজরুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কাউছার কাউন্সিলর, পৌর ছাত্রলীগ সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাকসুদুল হাসান নোবেল প্রমুখ।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।