ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগের আলোচনা সভা
Published : Wednesday, 18 August, 2021 at 12:00 AM, Update: 18.08.2021 1:08:20 AM
বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগের আলোচনা সভাস্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজা-ই-রাব্বি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী।
এসময় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লার সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রানাপ্রিয় বড়–য়া, কুমিল্লা সড়ক সার্কেলের প্রধান সহকারী মোঃ আরিফুর রহমান, কুমিল্লা জেলা সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোঃ  আনিছুর রহমান ভুইয়া, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি রোকন উদ্দিন খন্দকার, কুমিল্লা সড়ক উপ-বিভাগের মোহাম্মদ সফিকুল ইসলাম ভুইয়া।  
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নোয়াখালী সড়ক সার্কেল, নোয়াখালী এবং সড়ক বিভাগ নোয়াখালী, ব্রাহ্মনবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও লক্ষীপুর আরও বক্তব্য রাখেন মোঃ আব্দুর রহিম তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক সার্কেল, নোয়াখালী, বিনয় কুমার পাল, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, নোয়াখালী, পঙ্কজ ভৌমিক নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, ব্রাহ্মনবাড়িয়া, সুব্রত দত্ত, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, লক্ষীপুর, মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, চাঁদপুর, অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ হাসান ইমাম অর্থ সম্পাদক সওজ ও ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও উপ-সহকারী প্রকৌশলী, সড়ক বিভাগ, কুমিল্লা। পরিশেষে দোয়া পরিচালনা করেন সড়ক ও জনপথ মসজিদের ইমাম হারুনুর রশিদ শরাফতি।