ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক গত ১৬/০৮/২০২১ইং তারিখে জুম ক্লাউড মিটিংএ “বিগিনার্স গাইড টু ফ্রিল্যান্সিং” শীর্ষক তিন ঘন্টা ব্যাপী ওয়েবিনার অনুষ্ঠিতহয়। উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ সুরজিৎ সর্ববিদ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মিলন হোসেন, পরিচালক, আই, কিউ, এ, সি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেনসি, এস, ই বিভাগের সভাপতি জনাব মোজাম্মেল হক। ওয়েবিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাইফুল ইসলাম শোভন খান, কন্টেন্ট মার্কেটার এবং ওয়েবডেভেলপার, লাইট ব্লউ কন্টেন্ট লিমিটেড, ইউনাইটেড কিংডম (ইউ,কে)। সি,এস,ই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উক্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
জনাব শেখ শহীদুল ইসলাম এবং মাসুম বকা উল যৌথ ভাবে ওয়েবিনারটি পরিচালনা করেন। সি,এস,ই বিভাগের শিক্ষক জনাব মোঃ জাহিদুর রহমান ওয়েবিনারে কারিগরি সহায়তা প্রদান করেন।
সেশনের শুরুতে সি,এস,ই বিভাগের শিক্ষক জনাব মাসুম বকাউল প্রধান বক্তা কে সবার সাথে পরিচয় করিয়ে দেন।এরপর তিনি প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডঃ সুরজিৎসর্ব বিদ্যাকে উনার স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানান। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে ফ্রিল্যান্সিংকে যথেষ্ট সম্ভাবনাময় উপার্জন ক্ষেত্র এবংবিকল্প ক্যারিয়ার গঠন সম্পর্কিত বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে ডঃ মিলন হোসেন নিয়মিত পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করাকে বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং একই সাথে তিনি বর্তমানে ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের অবস্থান এবং রাজস্ব আয়ে ফ্রিল্যান্সারদের অবদানের কথা তুলে ধরেন।
মূল বক্তা জনাব তাইফুল ইসলাম তার দেড় ঘন্টার অধিক সময়ের বক্তব্যে নিজের অভিজ্ঞতার আলোকে, কিভাবে ফ্রিল্যান্সিং করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, কোন ধরণের দক্ষতা বৃদ্ধি করতে হবে, ফ্রিল্যান্সিং এর সুবিধা-সম্ভাবনা ইত্যাদি বিষয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে আলোক পাত করেন। এছাড়া ও শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। পরে উনি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
সেশন সভাপতি জনাব মোজাম্মেল হক উনার সমাপনী বক্তব্যে বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং এর অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ, দক্ষতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি প্রধান বক্তাকে তার মূল্যবান দিকনির্দেশনামুলক বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার বক্তব্যের নানা গুরুত্বপূর্ন বিষয়ের উপর আলোকপাত করে শিক্ষার্থীদের সে অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যেতে বলেন। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ প্রদান করেন।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এবং রিসোর্সপার্সন (সি,এস,ইবিভাগ) জনাব শেখ শহীদুল ইসলাম সকলকে বিশেষ ধন্যবাদ প্রদানের মাধ্যমে ওয়েবিনার সমাপ্ত করেন।