ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২১আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা
শাহীন আলম
Published : Saturday, 21 August, 2021 at 8:08 PM
২১আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা২১আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের আশানপুরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.রোশন আলী মাস্টার। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজামুল হক’র সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আবদুল মতিন মুন্সি, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, নাসির উদ্দিন শিশির, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব মো. মোস্তফা কামাল, ফতেহাবাদ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.কামরুজ্জামান মাসুদ, গুনাইঘর উত্তর আওয়ামীলীগের সভাপতি মো. মোকবল হোসেন মুকুল, পৌর আওয়ামীলীগের মোসলেহ উদ্দিন মানিক, আওয়ামীলীগ নেতা স্বপন মোল্লা প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভ‚ইয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রোশন আলী মাস্টার বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সুত্রে গাথা। মৌলবাদ অশুভ শক্তি সবসময় আমাদের উন্নয়নকে পিছনে ঠেলেছে। কিন্তু অশুভ শক্তির সব অপতৎপরতা সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছেন। তিনি আরও বলেন, যারা নৌকাকে ভালোবাসে তাঁরা কখনো দলের বিরুদ্ধে কথা বলতে পারে না। নৌকাকে ভালোবাসেন আবার ধানের শীষে ভোট দিবেন এ মুনাফেকি আচরণ করা যাবেনা। যেকোন একটি করতে হবে। আমরা সব দলের নেতাদের সম্মান করি। আলোচনা সভা শেষে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মুনাজাত করেন।