বেঙ্গালুরুকে জিততে দেয়নি বসুন্ধরা
Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM
এএফসি কাপে শুরুর ম্যাচে
মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন কাবকে হারিয়েছে বসুন্ধরা কিংস।
কিন্তু ‘ডি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি
বাংলাদেশ চ্যাম্পিয়নরা। গতকাল (শনিবার) ভারতের বেঙ্গালুরুর সঙ্গে
গোলশূন্য ড্র করেছে অস্কার ব্রুজনের দল।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি
ধান্দু স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণে আধিপত্য করেছে বসুন্ধরা কিংস। কিন্তু
গোল পায়নি। একপর্যায়ে বেঙ্গালুরু চাপ দিয়েও গোল করতে পারেনি।
ম্যাচ
ঘড়ির ২০ মিনিটে বসুন্ধরা সুযোগ পায়। ব্রাজিলিয়ান রবিনিয়োর ফ্রি কিক মানব
দেয়ালে বাধাপ্রাপ্ত হয়, ফিরে আসা বলে আরেক ব্রাজিলিয়ান ফের্নান্দেসের শট
ক্রসবারের ওপর দিয়ে যায়।
চার মিনিট পর বেঙ্গালুরুর ইরোন্দু মুসাভু-কিংয়ের হেড রুখে দেন গোলকিপার আনিসুর রহমান জিকো।
৩২তম
মিনিটে আবারও বসুন্ধরা আক্রমণে। ফের্নান্দেসের জোরালো শট লাফিয়ে উঠে পাঞ্চ
করে ফেরান বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রিত সিং সান্ধু। বিরতির পর বসুন্ধরা
চাপে পড়ে যায়। যদিও ৫৫ মিনিটে সুযোগটা তপু-তারিকরা পেয়েছিল। সতীর্থের ছোট
পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন রবিনিয়ো। গুরপ্রিত সিং দ্বিতীয়
প্রচেষ্টায় বল আটকান। ৬২ মিনিটে সুনিল ছেত্রীর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে
হতাশায় পোড়ে ভারতের দলটি। এরপর বেঙ্গালুরুর আক্রমণে ফেরাতে গিয়ে তপু
বর্মণের স্লাইডে বল নিজেদের জালে জড়াতে বসেছিল। ক্রসবারের ওপর দিয়ে গেলে
বেঁচে যায় কিংস।
৭৩ মিনিটে বড় বাঁচা বেচে যায় কিংস। ছেত্রীর শট জিকো
পাঞ্চ করে ফেরানোর পর কর্নার পায় বেঙ্গালুরু। কর্নারে আলান এনরিকে কস্তার
হেড পোস্টের ভেতরের দিকে লেগে গোললাইনের ওপরে পড়ার পর বিপদমুক্ত করেন জিকো।
বেঙ্গালুরু খেলোয়াড়রা গোলের জোরালো আবেদন করলেও সাড়া মেলেনি। কিংসের জমাট
রণে শেষ দিকে ধরে চিড়। বারবার হানা দিতে থাকে বেঙ্গালুরু। ৮২তম মিনিটে
কেইতন সিলভার শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ফেরান জিকো। বাকিটা সময় কোনও দলই আর
ল্যভেদ করতে পারেনি। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে কিংসের পয়েন্ট ৪। সমান
ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট ১।