Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM, Update: 22.08.2021 1:31:17 AM
নিজস্ব প্রতিবেদক: বিভীষিকাময় সেই ২১ আগস্ট। নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। ১৭ বছর আগে ২০০৪ সালের এই দিনে (২১ আগস্ট) মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে সেখানে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি।
এদিন আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা। এই ঘটনায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন পাঁচ শতাধিক। যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। কেউ কেউ আজও ফিরে পাননি স্বাভাবিক জীবন। গ্রেনেডের স্পিøন্টারের দুর্বিষহ যন্ত্রণা নিয়ে এগিয়ে যাচ্ছেন মৃত্যুর দিকে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ সেই হামলা বাঙালি জাতি কোনোদিনও ভুলবে না।
কুমিল্লায় ২১শে আগস্ট ইতিহাসের ভয়াল ও নির্মম গ্রেনেড হামলার শোকাবহ দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল বিকাল চারটায় দলীয় কার্যালয়ে নিহতদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও প্রতিবাদ সভার আয়োজন করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। সভা শুরুর পূর্বে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগ নেতা পাপন পাল, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী মিতা শিকদার, মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, যুবলীগ নেতা জহির উদ্দিন ভূইয়া, ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ প্রমুখ। এসময় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ২১শে আগস্ট নৃশংস হত্যাকা-ের বিচারের রায় কার্যকরের দাবিতে গতকাল কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা নূর উর রহমান মাহমুদ তানিমের নেতৃত্বে¡ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সার্বিক সুস্থতা কামনা করে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আয়োজনে বাদ আছর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ১১নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদীসহ কুমিল্লা মহানগর যুবলীগ ও ওয়ার্ড যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।