Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM, Update: 22.08.2021 1:31:37 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে শুক্রবার দুপুরে কুমিল্লার ৮নং আমলী আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক বিকেলে তাদেরকে কেন্দ্রিয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি আন্ত:জেলা চোর চক্র উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার একটি দোকানে বুধবার রাত আনুমানিক ৯টায় চুরি করতে সংঘবদ্ধ হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মুরাদনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুইজন চোরকে আটক করতে পুলিশ সক্ষম হয়। গ্রফতারকৃতরা হলেন, উপজেলার বাঙ্গরা গ্রামের হারুনুর রশিদের ছেলে প্রতিবন্ধী হানিফ ওরফে টুন্ডা হানিফ (৪২) ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার আদর্শ গ্রামের আলী আশ্রাফের ছেলে মামুন হোসেন (৩১)। ধৃত প্রতিবন্ধী হানিফ ওরফে টুন্ডা হানিফের বিরুদ্ধে ৫টি মামলা ও মামুন হোসেনের বিরুদ্ধে ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, গ্রফতারকৃতরা আন্ত:জেলা চোর চক্রের সদস্য। পালিয়ে যাওয়া অপর সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।