ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য জ্যোতিষ সিংহ সংবর্ধিত
Published : Sunday, 22 August, 2021 at 12:00 AM, Update: 22.08.2021 1:31:41 AM
লালমাইয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য জ্যোতিষ সিংহ সংবর্ধিতপ্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাইয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ াণ ট্রাস্টের ট্রাষ্টি সদস্য জ্যোতিষ সিংহ খোকন কে সংবর্ধনা দিয়েছেন আলীশ্বর ও জয়নগরের বৌদ্ধ ধর্মালম্বীগণ। শুক্রবার এই বিরল সন্মানে আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে বিভিন্ন সামাজিক সংগঠন, বৌদ্ধ যুব সংঘ,  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ , ঘাতক দালাল নির্মূল কমিটি, ফুল দিয়ে ও ক্রেষ্ট দিয়ে সম্মাননায় ভূষিত করেন।
আলীশ্বর ও জয়নগর বৌদ্ধ যুব সংঘের শুভেচ্ছা র‍্যালী সহ বিশেষ আয়োজনে শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের প্রধান উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথেরর সভাপতিত্বে ও প্রসেনজিৎ ও শিমুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, আর্শীবাদক আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ  শ্রীমৎ জিনানন্দ মহাথের, বিশেষ অতিথি অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব, উপজেলা ইঞ্জিনিয়ার উজ্জ্বল চৌধুরী, কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহা, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী, সহ দপ্তর সম্পাদক রতন দে, পূজা উদযাপন পরিষদ লালমাই শাখার সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, সাধারণ সম্পাদক পুলিন ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমাই শাখার সাধারণ সম্পাদক মানিক মজুমদার, স্বাগত বক্তব্য রাখেন রনজিত সিংহ,  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুধিষ্ঠির সিংহ, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন সিংহ, বীর মুক্তিযোদ্ধা বিমল সিংহ, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সিনহা, আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ কুমার সিংহ, শিক্ষক ইউসুফ জামিল,  দীলিপ সিংহ মেম্বার, মহিলা মেম্বার বিউটি সিংহ, সাবেক মহিলা মেম্বার মায়া সিংহ, আলীশ্বর - জয়নগর বৌদ্ধ যুব সংঘের সভাপতি অজয় কুমার সিংহ, সাধারণ সম্পাদক দেবাশীষ সিংহ রাজু, সুজীত সিংহ, রাহুল সিংহ, আওয়ামী লীগ প্রমী আম্বর আলী, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাব্বি প্রমুখ।
প্রধান অতিথি ইউএনও অজিত দেব বলেন, আজকের এই আয়োজন আমাদের আপনাদের সকলের জন্য উদাহরণ। এই সন্মান এমনিতে আসেনি এর জন্য সুদীর্ঘ কাল নীরবে মানুষের সেবা করতে হয়েছে। তিনি ট্রাষ্টি সদস্য নির্বাচিত হওয়ায় জ্যোতিষ সিংহ খোকন কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং তাহার শতবর্ষী মাকে রতœগর্ভা মা বলে সম্বোধন করেন।
জ্যোতিষ সিংহ খোকন বলেন, এ সন্মান আমার নয় আপনাদের। ১৯৭০ সালে আমার পিতাকে হারিয়ে জীবন যুদ্ধে অবতীর্ণ হই। অনেক দুঃখ কষ্ট, ঘাত প্রতিঘাত সহ্য করে আজকের জায়গায় এসেছি। আমি একজন কষ্ট সহিষ্ণু মানুষ। তিনি আরও বলেন স্বাধীনতার পর প্রথম  বৃহত্তর কুমিল্লা থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সদস্য আমাকে নির্বাচিত করেছেন। এই বিরল সন্মানে ভূষিত করায় আমি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির প্রতি চির কৃতজ্ঞ। আমি সকলের সহযোগিতা কামনা করছি।