তালেবানের আফগানিস্তান দখলের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ভারতের আসামে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ইউএপিএ, সাইবার ক্রাইম এবং ভারতীয় ফৌজদারি আইনের বিভিন্ন ধারায় ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কামরূপ মেট্রোপলিটন, বারপেটা, ধুবরি, করিমগঞ্জ, দারাং, কাছার, হাইলাকান্দি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া এবং হাজোই এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।
তালিবানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
আসাম পুলিশের ডিজি ভায়োলেট বড়ুয়া বলেছেন, অনলাইনে তালেবানের সমর্থনে মন্তব্য ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জজনক। অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করা হচ্ছে। অন্যরাও সচেতন থাকুন। এই ধরনের মন্তব্য দেখলে পুলিশে খবর দিন।