চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে পৃথক ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে। হাসপাতালে দুই জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেওয়ার পর রবিবার (২২ আগস্ট) থেকে ছয় শয্যার পৃথক ইউনিট চালু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিআইটিআইডি’র উপ-পরিচালক মোহাম্মদ বখতিয়ার আলম বলেন, সম্প্রতি চট্টগ্রামে বেশ কয়েকজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ইতোমধ্যে দুই জন চিকিৎসা নিয়েছেন। তাই ডেঙ্গু আক্রান্তদের নিরবচ্ছিন্ন চিকিৎসায় আলাদা ইউনিট খোলা হয়েছে। এখন নারী ও পুরুষের জন্য তিনটি করে মোট ছয় শয্যা নিয়ে এই ইউনিট চালু করেছি। প্রয়োজনে ডেঙ্গু ইউনিটে শয্যা বাড়ানো হবে।
সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিআইটিআইডি হাসপাতালের অবস্থান। হাসপাতালে বিভিন্ন ধরনের সংক্রমণ রোগের চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে হাসপাতালটিতে পাঁচ শয্যার আইসিইউসহ মোট ৫০ শয্যার পৃথক করোনা ইউনিট রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসে বিআইটিআইডি হাসপাতালে দুই জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৭ আগস্ট প্রথম একজন নারী চিকিৎসা নেন। পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপর গত ১৮ আগস্ট দেলোয়ার হোসেন নামে আরও একজন ডেঙ্গু রোগী ভর্তি হন। তিন দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি।