ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে ৪৬ এতিম খানায় খাবার বিতরণ
এবিএম আতিকুর রহমান বাশার
Published : Sunday, 22 August, 2021 at 4:14 PM
দেবীদ্বারে জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে ৪৬ এতিম খানায় খাবার বিতরণকুমিল্লার দেবীদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে উপজেলার ৪৬টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬ হাজার শিক্ষার্থীর মাঝে দুপুুরে রান্না করা খাবার বিতরণ করলেন আবুল কালাম আজাদ।
রোববার সকাল ১১টায় উপজেলার নবিয়াবাদ ‘কুমিল্লা মডেল কলেজ’ প্রাঙ্গনে রান্না করা ওই খাদ্য সামগ্রী ট্রাক যোগে ১৫ ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৬টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। দেবীদ্বারে জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে ৪৬ এতিম খানায় খাবার বিতরণ
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম’র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলমগীর কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভুঞা, সদস্য লুৎফুর রহমান বাবুল, ধামতী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক রমিজ উদ্দিন, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মকবুল হোসেন মুকুল, ভাণী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলী আশরাফ, সাবেক সভাপতি ডাঃ জামাল হোসেন, সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ এনামুল কবির, রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ জসীম উদ্দিন সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও যুব নেতা ইফতেখারুল আলম তুষার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উপজেলার ভৈষেরকুট এবিএম গোলাম মোস্তফা হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও শিশুসদনে এক শিক্ষার্থী খাবার পাওয়ার আনন্দে জানালেন, আমরা বিশেষ বিশেষ দিনে কালাম স্যারের ভালো খাবারের অপেক্ষায় থাকি, আজও ভালো খাবার পেলাম।দেবীদ্বারে জাতির জনকের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে ৪৬ এতিম খানায় খাবার বিতরণ
দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ উদ্বোধনী বক্তব্যে বলেন ১৫ আগস্ট বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনকসহ তার পরিবারের সদস্যদের হত্যার ৪৬ তম শাহাদৎ বার্ষিকীতে উনার এবং পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ৪৬টি হাফিজিয়া মাদ্রাসার এতিমদের একবেলা খাবার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজ আমরা যার যার অবস্থান থেকে বর্তমান বাংলার অগ্রগতির স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে জননেত্রী শেখ হাসিনার উন্নায়ন অগ্রগতির কাফেলায় শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।