তালেবানের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। তবে নতুন করে তালেবান নেতাদের সঙ্গে আইএসআই প্রধান হামিদ ফয়েজের বৈঠকের কথা জানিয়েছে সিএনএন-নিউজ ১৮। সংবাদমাধ্যমটির হাতে আসা কিছু ছবিতে আফগানিস্তানের কান্দাহারে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দেখা গেছে তাকে।
এর আগেও তালেবানের পাকিস্তান সংশ্লিষ্টতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল সিএনএন-নিউজ ১৮। তাদের প্রতিবেদনে বলা হয়েছিল, কাবুলে নতুন সরকার গঠনে বড় ভূমিকা রাখতে যাচ্ছে ইসলামাবাদ। সরকার গঠন নিয়ে আলোচনার জন্য রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির আফগানিস্তান সফরের কথা রয়েছে।
কান্দাহারে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গণি বারাদারসহ দলটির নেতাদের সঙ্গে নামাজ আদায় করতে দেখা গেছে হামিদ ফয়েজকে। নিউজ ১৮ বলছে, এটি শনিবার মোল্লা বারাদারের কাবুলে পৌঁছানোর আগের ছবি।