Published : Monday, 23 August, 2021 at 12:00 AM, Update: 23.08.2021 1:12:13 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার ময়নামতি টিপরা বাজারের একটি সেলুনে নৃশংস হত্যাকা-ের
শিকার ভাঙারি ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ঘাতক সেলুন মালিক লক্ষণ চন্দ্র
শীলকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার
চিতৌশি এলাকা থেকে খুনি লক্ষণকে আটক করা হয়। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের
জের ধরেই দেলোয়ারকে সেলুনে ডেকে এনে গলা ও পা কেটে হত্যা করা হয় বলে
জানিয়েছে পুলিশ।
এর আগে গত শুক্রবার (২০ আগস্ট) রাতে ‘লক্ষণ হেয়ার
কাটিং’ নামের ওই সেলুন থেকে দেলোয়ারের গলা ও পা কাটা বস্তাবন্দি লাশটি
উদ্ধার করা হয়। নিহত ভাঙ্গারী ব্যবসায়ী দেলোয়ার ব্রাহ্মণবাড়িয়া সরাইল
এলাকার জাহের আলীর ছেলে। ঘটনার পরপরই সেলুনটির মালিক লক্ষণ চন্দ্র শীল
পালিয়ে যান। তবে শেষ রক্ষা হয়নি তার। হত্যাকা-ের ৩০ ঘন্টার মধ্যেই ধরা পড়েন
পুলিশের হাতে।
বিষয়টি নিশ্চিত করে পিবিআই এর পুলিশ সুপার মিজানুর রহমান
জানিয়েছেন, দেলোয়ারের কাছে পাওনা ৩লক্ষ টাকা নিয়ে বেশকিছু দিন ধরেই
দ্বন্দ্ব চলছিলো তাদের মধ্যে। লক্ষণের বক্তব্য অনুযায়ী পাওনা টাকা না দিয়ে
উল্টো হুমকি ধমকি দেয়ার জেরেই দেলোয়ারকে ফোনে ডেকে এনে সেলুনে বসিয়ে বডি
ম্যসেজ শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নৃশংস ভাবে হত্যা করে।
তিনি আরো
জানান, রাতে হত্যার পর লাশ বস্তায় ভরে ভোররাতে দোকানের বাইরে দিয়ে তালা
লাগিয়ে আমতলি তার নিজের বাড়ির উঠানে মাটির নিচে গর্ত করে নিহত দেলোয়ারের
ব্যবহৃত মোবাইল ফোন দুটি লুকিয়ে রাখে। এরপর গোসল শেষে স্ত্রীর কাছ থেকে
১হাজার টাকা নিয়ে সকাল ৭টায় চাঁদপুর চলে যায়। এরপর ঘনঘন স্থান পরিবর্তন
করতে থাকে। অবশেষে ২২ আগষ্ট দুপুর ২টায় মনোহরগঞ্জ উপজেলার চিতোশী এলাকা
থেকে কুমিল্লা পিবিআই সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।