তালেবানকে বিশ্বাস করেন কি? এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমি কাউকে বিশ্বাস করি না। তালেবানকে মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। তারা কি আফগানিস্তানকে ঐক্যবদ্ধ করতে এবং দেশটির জনগণের কল্যাণের জন্য চেষ্টা করতে যাচ্ছে, যা ১০০ বছর ধরে কোন দলই করেনি? যদি তা-ই হয়, তাহলে অর্থনৈতিক সহায়তা, বাণিজ্য এবং বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তাদের বাড়তি সাহায্যের প্রয়োজন হবে।’
কাবুল দখলের পর এখন আফগানিস্তানের বৈধ কর্তৃপক্ষ হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা চাইছে তালেবান। মানবাধিকার, নারী অধিকারের সুরক্ষাসহ বেশকিছু প্রতিশ্রুতিও দিয়েছে তারা। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তালেবান তার দেওয়া প্রতিশ্রুতি কতটা রক্ষা করে সেটি দেখবে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, তালেবান অন্যান্য দেশের স্বীকৃতি পাওয়ার উপায় খুঁজছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশকে তারা বলেছে, তারা আফগানিস্তান থেকে আমাদের কূটনৈতিক উপস্থিতি পুরোপুরি সরিয়ে দিতে চায় না।
কাবুল দখলের পর এখন পর্যন্ত তালেবান মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বলেও জানান বাইডেন। সূত্র: এনডিটিভি।