চাঁদপুরে টিকা কার্যক্রম জনগণের মাঝে ব্যাপক সারা
মানিক দাস
Published : Monday, 23 August, 2021 at 6:35 PM
চাঁদপুরে করোনার ভ্যাকসির টিকা গ্রহনের জন্য নারী পুরুষের আবারো টিকা কেন্দ্রে উপচে পরা ভীড় গত ২ দিন ধরে দেখা যাচ্ছে। কেন্দ্রেগুলোতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। চাঁদপুরে টিকা কার্যক্রমের কেন্দ্র গুলোতে যে পরিমানে মানুষ প্রথম ও দ্বিতৃয় ডোজ টিকা যারা গ্রহন করনি তারাই টিা দিতে যাচ্ছে।গতকাল সোমবার সকাল থেকে চাঁদপুর শহরের মডেল থানা রোডে গিয়ে দেখা যায় টিকা গ্রহন করতে আসা পুরুষের লাইন সাব রেজস্টারের কার্যালয়রর সামনে আর নারীদের লাইন সিভিল সার্জনের কাযালয়ের সামনে। স্বেচ্চা সেবি সংগঠন রেডক্রিসেন্ট সদস্যরা হাত মাইক যোগে ঘোষনা দিয়েও টিকা গ্রহিতা নারী পুরুষদের থামাতে পারছে না। এক কেন্দ্র ছাড়াও লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারীদের ভীড় ও কম ছিল না। টিকা কেন্দ্রর দায়ত্বে থাকা যুব রেডক্রসেন্ট সদস্যরা জানানমানুষের মাঝে সচেতনতা সৃস্ট হয়েছে। যার কারণে তারা টিকা গ্রহন করতে আগ্রহী হয়ে টিকা নিতে ছুটে আসছে। মাঝখানে প্রথম ডোজের টিকা প্রদান বন্ধ ছিল। ৩/৪ দিন ধরে তা পুনঃ রায় শুরু হয়েছে সেজন্য চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করে যেতে পারি তাহলে চাপ কমানো মোটেও কষ্টকর হবর না। টিকা গ্রহন করতে আসা অনেকেই বলেন গণ টিকা কার্যক্রম ফুট করে বনাধ করে দেয়ায় আমরা ভোগান্তিতে পরতে হয়েছে। এখানে টিকা নিতে সকাল ৯ টা থেকে এসে দাঁড়িয়েছি। ধির গতিতে কার্যক্রম চালণোর কারনে আমাদেরকে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকে হচ্ছে। দুপুর ১২ টায় আবারো টিকা কেন্দ্রে গিয়ে দেখা যায় মানুষের লাইন বেরেই চলছে।২টার কার্যক্রম চালানো হয় বিকাল ৪ টা পর্যন্ত।