বগুড়ার সারিয়াকান্দিতে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিতে যাওয়ার পথে অটোভ্যান উল্টে হাফিজুর রহমান (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরকাটাখালি এলাকার ফিডার রোডে এ দুর্ঘটনা ঘটে। এ সময় টিকা আরও চার নারী আহত হয়েছেন।
আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া জানান, মৃত মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বেতিয়ারকান্দি গ্রামের মৃত ইশরাক আলীর ছেলে। তার এক ছেলে উপ-সচিব। বাড়ি গাবতলী উপজেলায় হলেও তিনি সীমান্ত সংলগ্ন সারিয়াকান্দি উপজেলায় মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনসহ সব কার্যক্রম করে থাকেন।
ওই মুক্তিযোদ্ধা করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য আজ দুপুরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরকাটাখালি এলাকায় ফিডার রোডে পৌঁছালে চালক সামনে একটি মোটরসাইকেল দেখে জোরে ব্রেক করেন। এতে ভ্যানটি সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন ভ্যানের যাত্রী নাজিরা বেগম (৬০), রুনা আকতার (১৪), মৌসুমী খাতুন (২৪) ও মরিয়ম বেগম (৪৫)। তারাও টিকা নিতে যাচ্ছিলেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দাফনের আগে গার্ড অব অনার দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।